Agaminews
Dr. Neem Hakim

এবার তামিমের আড্ডায় চমক কোহলি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২০, ০৯:৩৩ এএম
এবার তামিমের আড্ডায় চমক কোহলি

ছবি সংগৃহীত

ঢাকা: করোনা পরিস্থিতিতে একঘেঁয়ে জীবনে ভিন্ন মাত্রা যোগ করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক লাইভ চ্যাট শো চালিয়ে যাচ্ছেন। কখনো একজন বা কখনো একাধিক দেশি কিংবা বিদেশি ক্রিকেটারদের নিয়ে আড্ডায় হাজির হচ্ছেন তিনি। 

তবে এবার তামিমের সেই লাইভ আড্ডায় থাকছে চমক। ভারত অধিনায়ক বিরাট কোহলি যুক্ত হবেন এই আড্ডায়।

কোহলির সঙ্গে তামিমের ফেইসবুক লাইভ আড্ডা হবে সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায়। নিজের ফেইসবুক পেজে করা পোস্টে শনিবার রাতে তামিম এই ঘোষণা দেন।

এর আগে শনিবার রাতে মুমিনুল হক, লিটন দাস ও সৌম্য সরকারের সঙ্গে আড্ডার শেষে জানিয়েছেন পরবর্তী পর্বে থাকবে বড় চমক। সেই চমক আর কেউ নন- কোহলি।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem