Dr. Neem on Daraz
Victory Day

আল আমিনকে শাস্তি দিল বিসিবি


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০২:০১ পিএম
আল আমিনকে শাস্তি দিল বিসিবি

ছবি সংগৃহীত

ঢাকা : ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গেল বছর ভারত সফরে বাংলাদেশ দলে ফেরেন আল আমিন হোসেন। ছিলেন পাকিস্তান সফরেও। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলেও সুযোগ মিলেছে। এরমধ্যেই বিতর্কে জড়ালেন এই পেসার।  

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে প্রতিপক্ষ পূর্বাঞ্চলের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে গালি দিয়ে জরিমানার কবলে পড়েছেন আল আমিন। এই পেসারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আল আমিন ফাইনাল ম্যাচ চলাকালে পূর্বাঞ্চলের ব্যাটসম্যান আশরাফুলকে গালি দিয়েছেন। তাকে আউট করে আল আমিনের শরীরী ভাষাও ঠিক ছিল না। এই ঘটনার আল আমিনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভাঙার অভিযোগ আনা হয়েছে।

এমন অভিযোগে সাধারণত সর্বনিম্ন শাস্তি সতর্ক করে ছেড়ে দেয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। আল আমিন মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই সর্বোচ্চ শাস্তি পেয়েছেন। 

ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে পঞ্চমবারের মতো বিসিএল শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল।

আগামীনিউজ/জাকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে