Dr. Neem on Daraz
Victory Day

দেশে দেশে আদিবাসী উচ্ছেদ


আগামী নিউজ প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০, ০৩:৪০ পিএম
দেশে দেশে আদিবাসী উচ্ছেদ

ঢাকাঃ পর্যটন, প্রকৃতি সংরক্ষণ ইত্যাদি নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে আদিবাসীদের তাদের বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করা হয়৷ ছবিঘরে থাকছে এমন কয়েকটি আদিবাসী গোষ্ঠীর কথা৷

মাসাই
পর্যটকদের প্রিয় তাঞ্জানিয়ার সেরেনগেটি জাতীয় উদ্যানসহ অন্যান্য পার্ক গড়ে তুলতে প্রায়ই মাসাই গোষ্ঠীদের উচ্ছেদের মুখে পড়তে হয়৷ ২০০৯ সালে এমন এক ঘটনায় মাসাইদের দুশর বেশি ঘর পুড়িয়ে দেয়া হয়েছিল৷ প্রায় তিন হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল৷
বাইগা

পর্যটন ও বাঘ রক্ষার কারণ দেখিয়ে ‘জঙ্গল বুক’খ্যাত ভারতের কানহা টাইগার রিজার্ভ থেকে বাইগাসহ অন্যান্য আদিবাসী গোষ্ঠীর হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে৷ যদিও তারা বাঘ শিকার করত না, বরং বনের প্রাণীদের সঙ্গেই বসবাস করত তারা৷

বাকা
ক্যামেরুনের এনকি জাতীয় উদ্যানের কাছে বাকা আদিবাসীরা বাস করেন৷ বনে তারা শিকার করে এবং মাছ ধরে জীবিকা চালাত৷ কিন্তু বন সংরক্ষণের নামে তাদের এখন বনে ঢুকতে দেয়া হচ্ছে না৷

হুমং
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ১০০ বছরেরও বেশি সময় ধরে বাস করত হুমং ও কারেন আদিবাসীরা৷ ঐ এলাকায় জাতীয় উদ্যান গড়ে তোলা এবং কিছু এলাকাকে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা দেয়ায় আদিবাসীরা এখন সেখানকার ‘অবৈধ বাসিন্দা’ হয়ে গেছেন৷

সেঙ্গোয়ার
সেঙ্গোয়ার আদিবাসীরা কেনিয়ার এম্বোবুট বনে বাস করেন৷ তবে সংরক্ষণের নামে বিভিন্ন প্রকল্পের কাজ করতে গিয়ে প্রায়ই তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়, উচ্ছেদ করা হয়৷ হত্যার ঘটনাও ঘটেছে৷ অবশ্য এসব কিছু সেঙ্গোয়ারদের দমিয়ে রাখতে পারেনি৷ তারা সেখানে ফিরে গিয়ে বসবাসের পাশাপাশি বিক্ষোভ, আলোচনা চালিয়ে যাচ্ছে৷

সান
পর্যটন ও খনি কোম্পানির কারণে বতসোয়ানার কালাহারি মরুভূমিতে বসবাসকারী সান বা বুশম্যানদের বাড়িঘর পুড়িয়ে, পানি সরবরাহ বন্ধ করে তাদের সেখান থেকে উচ্ছেদ করে দেয়া হয়৷ এমনকি তাদের শিকারও করতে দেয়া হয় না৷

ওয়ানিইয়ালা-এত্তো
শ্রীলঙ্কার মাদুরো ওয়া জাতীয় উদ্যান গড়ে তুলতে সেখানে বসবাসকারী ওয়ানিইয়ালা-এত্তো আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে৷ তাদের জন্য বনের পাশে ছোট্ট জায়গা দেয়া হয়েছে৷ সেখানে তারা ধান আর সবজির চাষ করে৷ বনে ঢুকতে এখন তাদের অনুমতি নিতে হয়৷ শিকার করতে গেলে গ্রেপ্তার করা হয়৷

আগামীনিউজ/প্রভাত

প্রতিবাদ
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেন ও জাগালিঙ্গু আদিবাসীরা গত আগস্ট মাসে একটি বহুজাতিক খনি কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে৷ রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা খনি কোম্পানির কর্মকর্তাদের তাদের কর্মস্থলে যেতে বাধা দেয়৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে