Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:৪৫ পিএম
ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।  রোববার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সিগমা হুদা।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন।

এসএস