-20231202150831.jpg) 
                            
                                                ঢাকাঃ ফেরেশতা ইসরাফিল শিংগা হাতে নিয়ে--
আল্লাহর হুকুমের জন্য আকাশ পানে আছেন চেয়ে,
কখন আসবে আল্লাহর হুকুম--!
শিংগায় ফুঁ দেবার সাথে সাথে,
সব ভেংগে চুুড়ে হয়ে যাবে চুড়মার।
পাহাড়গুলো পেজা তুলার মত,
ভেসে বেড়াবে -----
প্রাণীগুলো বেহুশ হয়ে যাবে,
পৃথিবীর ভিতরে যা কিছু আছে তা বের করে দেবে।
এরপরে দলে দলে ছুটবে সকলে--
বিচারের মাঠ হাশরের ময়দানে,
মহান আল্লাহ নিবেন সকলের হিসাব।
ভূমিকম্প হলো তারই আলামত,
প্রচন্ড ভূকম্পনে হবে কিয়ামত।
হে আল্লাহ্---
তুমি মোদেরকে সহিহ্ বুঝ করো দান, হতে পারি যেন তোমার নেক বান্দাখান।
লেখকঃ মাহবুব ( কাতার প্রবাসী)
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)