Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে মদনমোহন আখড়ায় ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ


আগামী নিউজ | চুনারুঘাট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০২:৪৩ পিএম
চুনারুঘাটে মদনমোহন আখড়ায় ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ

ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ কলিহত সকল জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড)  বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় ষোড়শ প্রহর (২দিন) ব্যাপী শ্রীশ্রী তাঁরকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ৯ম বার্ষিক ন্যায় এবছরও অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ নভেম্বর মঙ্গলবার ঊষালগ্নে মঙ্গলঘট স্থাপন ও ধ্বনি মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা, রাত ৮টায় লীলা কীর্ত্তন। ১৭ নভেম্বর বুধবার বিকাল ৩টা হইতে ৫টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পাঠক ডাঃ কালীপদ আচার্য্য ও মানিক চন্দ্র দেব চুনারুঘাট। রাত ৯.৩০মিঃ সময়ে ষোড়শ প্রহর ব্যাপী শ্রীশ্রী তাঁরকব্রহ্ম মহানামযজ্ঞের শুভাধিবাস, পরিবেশনায় বিনয় সূত্রধর চুনারুঘাট।

১৮ নভেম্বর বৃহস্পতিবার ব্রহ্মমূহুর্তে ষোড়শ প্রহর ব্যাপী শ্রীশ্রী তাঁরকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু। একনাম কীর্ত্তনীয়া দলগুলি হচ্ছে -শ্রীশ্রী রাম মন্দির সম্প্রদায় কুমিল্লা, শ্রীশ্রী গুরু দক্ষিণা সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া, শ্রীশ্রী শ্যাম অনুরাগ সম্প্রদায় সিলেট, শ্রীশ্রী গুরু মহারাজ সম্প্রদায় হবিগঞ্জ।  ১৯ নভেম্বর শুক্রবার দুপুর ১২.৩০মিঃ সময়ে শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ, দুপুর ১.৩০মিঃ সময়ে মহাপ্রসাদ বিতরণ।

২০ নভেম্বর শনিবার ব্রহ্মমূহুর্তে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞ সমাপন, দুপুর ১২টায় দধিভান্ড ভঞ্জন তৎপর কনিকা প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে