Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে অনাড়ম্বর পরিবেশে রথযাত্রা উৎসব পালন


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ১২:৩০ পিএম
ফরিদপুরে অনাড়ম্বর পরিবেশে রথযাত্রা উৎসব পালন

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ অনাড়ম্বর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব রথযাত্রা পালন করা হয়েছে।
 
এ উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। মহামারী করোনার কারণে শহরের বেশিরভাগ মন্দির ছিল ফাঁকা।
 
দু একটা মন্দিরে কিছু সংখ্যক লোক দেখা গেলেও শুধুমাত্র পূজা ছাড়া আর কোন কার্যক্রম পালন করা হয়নি।
 
অন্যদিকে শহরের মহিম স্কুলের পাশে স্থাপিত  আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনা মৃত সংস্থা ও এদিন সাদামাটাভাবে রথের অনুষ্ঠান করেছে। এ ব্যাপারে ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী জানান, এখানে রথযাত্রা উপলক্ষে বিষেশ প্রার্থনা করা হয়।
 
মহামারি করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্নিহোত্র যগগ, দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে নিজস্ব কার্যালয়ে ভিতরেই রথ টানা দিয়ে এবছরের রথযাত্রা শেষ করা হবে।
 
উল্লেখ করা যেতে সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রথ উপলক্ষে এ অনুষ্ঠান করে ইসকন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে