Dr. Neem on Daraz
Victory Day

রোজার মাস পেতে যে দোয়াটি বেশি পড়বেন


আগামী নিউজ | ধর্ম ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৫:২০ পিএম
রোজার মাস পেতে যে দোয়াটি বেশি পড়বেন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফারসি। এর আরবি পরিভাষা হচ্ছে সওম, বহুবচনে বলা হয় সিয়াম। মুসলিম উম্মাহর জন্য অনন্য উপহার রমজানুল মোবারক। পবিত্র এ মাসটি শুরু হতে আর অল্প কিছুদিন বাকি আছে। রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়া জরুরি। তাহলো-

- اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’

অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌঁছে দিন।

রমজান আসতে এখনো বেশ কিছুদিন বাকি। ছোট্ট এ দোয়াটির পাশাপাশি শাবান মাসজুড়ে এ দোয়াটিও বেশি পড়া যেতে পারে-

- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।

আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রহমত বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন। আমিন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে