Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

আমার জনপ্রিয়তা দেখে মির্জা কাদের বক বক করে- একরামুল করিম


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৬:৫৪ পিএম
আমার জনপ্রিয়তা দেখে মির্জা কাদের বক বক করে- একরামুল করিম

আগামী নিউজ

নোয়াখালীঃ ৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের ভাইয়ের ভাই মির্জা কাদের সারাদিন বক বক করতেছিল। সে প্রথমে আমাকে দিয়ে শুরু করছে। যাইতে যাইতে সে তার ভাবী এবং ওবায়দুল কাদের'সহ বাংলাদেশের কোন নেতা বাদ নেই। শেষ পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছে। সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণ বশত কারো কারো সাথে কারো টেলিফোনে কথা হইতেই পারে।

শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন একরামুল করিম চৌধুরী এমপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমূখ।

আগামীনিউজ/এএস