Agaminews
Dr. Neem

খালেদার পছন্দের সকল খাবার রান্না করা হয়েছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০৫:৪০ পিএম
খালেদার পছন্দের সকল খাবার রান্না করা হয়েছে

ঢাকা: খালেদা জিয়ার বাড়িতে তার পছন্দের সকল খাবার রান্না করা হয়েছে। একই সংঙ্গে খালেদা জিয়ার বাড়ির সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন।

বুধবার(২৫মার্চ) মুক্তির পরে তার বাস ভবন ফিরোজায় যান।

বাসার সামনে  সামনে নেতাকর্মীদের ভিড় কমাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নির্দেশ দেন। সে কথা বলেই চলে যান।

আগামী নিউজ/সুশান্ত/নাঈম
 

Dr. Neem