Dr. Neem on Daraz
Victory Day

আজও বৃষ্টির সম্ভাবনা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ৩, ২০২১, ০১:০৯ পিএম
আজও বৃষ্টির সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টানা দাবদাহের পর রাজধানীতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে রোববার। এ দিন রাতে ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টিপাত হয়। যার ফলে স্বস্তি পেয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

এদিকে আজ সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে। এতে কমতে পারে তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, দিনের তাপমাত্রা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে