Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

ভয়ানক বিপদের খবর জানাল আবহাওয়া অফিস


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০১:১৫ পিএম
ভয়ানক বিপদের খবর জানাল আবহাওয়া অফিস

ফাইল ফটো

ঢাকাঃ সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগসহ সারাদেশে তাপমাত্রা কমার সুখবর জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ভয়ানক বিপদ শিলাবৃষ্টির খবরও জানানো হয়েছে। 

মঙ্গলবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরো বলা হয়, সিলেট বিভাগের কিছু এলাকাসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে।

আগামীনিউজ/এএস