Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

মাথা-পাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ১১:৫৩ এএম
মাথা-পাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

ছবি সংগৃহীত

বাগেরহাট: সুন্দরবন থেকে নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা ও ৮টি পা জব্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।  

রোববার (২৬ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে ২টি নৌকাসহ এসব জব্দ করে।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ কবির  জানান, আজ সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে ২টি নৌকা ও কয়েকজন লোককে দেখতে পেয়ে তাদের ডাকলে তারা বনের পাশে নৌকা থামায়। পরে বনরক্ষীরা কিছু বোঝার আগেই তারা দৌড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা পাওয়া যায়। 

আগামীনিউজ/এমআর

Dr. Neem