Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নব‌নিযুক্ত ৭ দূত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ১২:৪৬ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন নব‌নিযুক্ত ৭ দূত

ঢাকাঃ রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ঢাকায় নিযুক্ত সাত দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার। পাশাপা‌শি তাদের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করার কথা র‌য়ে‌ছে।

মঙ্গলবার (৫ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ‌্য জানা গে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশে নবনিযুক্ত সাতজন রাষ্ট্রদূত ও হাইকমিশনার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 

বুধবার (৬ ডিসেম্বর) ঢাকায় নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। 

পরের দিন বৃহস্পতিবার নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফামি, ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন রান্ডাল অ্যাপোস্টলিক নুনসিও ও শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ভিরাক্কোদি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে