Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

হিরো আলমকে মারধরের পর ঘটনাস্থল থেকে ২ জনকে আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৫:৫০ পিএম
হিরো আলমকে মারধরের পর ঘটনাস্থল থেকে ২ জনকে আটক

সংগৃহীত ছবি

ঢাকাঃ রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ দু’জনকে আটক করেছে।

আটকরা হলেন- বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী।

এ ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। অন্যদিকে রামপুরার বেটার লাইফ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম।

সোমবার ১৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারামারির ঘটনার সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা
হিরো আলমের ওপর হামলার ঘটনায় যারা জড়িত ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম
রামপুরার বেটার লাইফ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম।

 

 

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে