Dr. Neem on Daraz
independent day of bangladesh

রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব শেখ হাসিনার হাতে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৪৭ পিএম
রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব শেখ হাসিনার হাতে

একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদের জন্য কাউকে মনোনীত করা হয়নি। এই পদের জন্য নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ ভবনের লেভেল-৯ এ সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে দায়িত্ব দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে সংসদীয় কমিটি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের গণসংযোগ বৃদ্ধি, অন্তঃকলহ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে হটাতে আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাসের যে আলামত পাওয়া যাচ্ছে, তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।’

এসএস