Dr. Neem on Daraz
Victory Day

রাজস্ব সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০২:০১ পিএম
রাজস্ব সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৮ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাজস্ব সম্মেলন, একই সঙ্গে রাজস্ব ভবন উদ্বোধনের অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা জানাই। বর্তমানে রাজস্ব বোর্ড দেশের রাজস্বের ৮৬ শতাংশের বেশি আহরণ করছে। আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের অর্থনীতি হবে স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে এটা আমরা অর্জন করতে চাই।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজস্ব সম্মেলন দুই দিনব্যাপী (৫-৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজস্ব দিতে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশে প্রথমবারের মতো এ সম্মেলন করা হচ্ছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে