Dr. Neem on Daraz
independent day of bangladesh

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৩:৩৭ পিএম
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকাঃ অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন। একটু পর তিনি বইমেলার উদ্বোধন করবেন।

আজ ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে বইমেলা। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি।

প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয় বাঙালির প্রাণের বইমেলা। করোনার কারণে গেল বছর নির্দিষ্ট সময়ে শুরু হয়নি বইমেলা। তবে এবার যথাসময়ে মেলা শুরু হচ্ছে। করোনার ধাক্কা কাটিয়ে এবার মেলা জমবে বলে আশা প্রকাশ করেছেন মেলা সংশ্লিষ্টরা।

বুইউ