Dr. Neem on Daraz
Victory Day

আজ বড় পর্দায় খেলা দেখতে পারছেন না ঢাকার দর্শকরা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৭:২৯ পিএম
আজ বড় পর্দায় খেলা দেখতে পারছেন না ঢাকার দর্শকরা

ঢাকাঃ রাত পোহালেই উত্তাপ ছড়ানো ১০ ডিসেম্বর। এদিন রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে সমাবেশের স্থান নির্ধারণের পর থেকেই উত্তপ্ত রাজধানী। এমন পরিস্থিতিতে আজ ঢাকার কোথাও বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন হচ্ছে না। ফলে ব্রাজিল-আর্জেন্টিনার মতো টান টান উত্তেজনার ম্যাচ সম্মিলিতভাবে দেখা থেকে বঞ্চিত হবেন রাজধানীর দর্শকরা।

নগরীতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিস্তৃত মাঠে। বিশ্ববিদ্যালয় এলাকায় নগদের সহযোগিতায় তিনটি ভেন্যুতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ প্রদর্শিত হয়ে আসছিল।

এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন মাঠে বড় পর্দায় খেলা দেখানোর কার্যক্রম ছিল। এছাড়াও দুই সিটি করপোরেশ এলাকায় উন্মুক্ত স্থানে প্রায় শতাদিক স্থানে বড় পর্দায় প্রদর্শি হয়ে আসছিল ফুটবল বিশ্বকাপ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নগদের সহযোগিতায় খেলা বন্ধ থাকবে জানিয়ে নগদের হেড অব কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল বলেন, অনিবার্য কারণবশত সেমিফাইনাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নগদের তিনটি ভেন্যুতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানো বন্ধ থাকবে। প্রথম সেমিফাইনাল ম্যাচ থেকে আবার প্রদর্শিত হবে।

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রসাশন বহিরাগতদের উপস্থিত বেশি হওয়ায় খেলা বন্ধ রাখতে বলেছেন। আজ হচ্ছে বা সামনের খেলা প্রশাসন অনুমতি দিলে হবে। তবে হল প্রসাশন ও ঢাবি ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, কাল বিএনপির সমাবেশের আগের রাতে কোনো সমস্যা তৈরি হোক বা নিরাপত্তা ঘাটতি দেখা দিক তা চায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে কারণে খেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে৷ এতে অনেক মানুষের জমায়েত হচ্ছে না।

এর আগে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঢাবি শাখা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, বাংলাদেশে জনপ্রিয় দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানো বন্ধ থাকবে।

সাদ্দাম হোসেন বলেন, আজকের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা অংশগ্রহণ করবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।

এর আগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবারের জন্য করা হয়েছে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সেসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বহিরাগতদের নিজ নিজ এলাকায় খেলা উপভোগ করার আহ্বানও জানিয়েছিল ঢাবি প্রশাসন। যদিও সবশেষ বড় পর্দায় প্রদর্শনী বন্ধ করা হয়।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টর গোলাম রাব্বানীকে ফোন করেও পাওয়া যায়নি।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে