Dr. Neem on Daraz
international mother language day

রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৪:০৬ পিএম
রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

ঢাকাঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। আগামী ১১ ডিসেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সালমা পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত রয়েছেন।

এদিকে ১১ ডিসেম্বর থেকে রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।

বুইউ