Dr. Neem on Daraz
Victory Day

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:১৮ এএম
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।

সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সমন্বিতভাবে জাতীয়ভাবে কর্মসূচি পালন করবে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি পালন করবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

অন্যদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে বিআরটিএ সড়ক নিরাপত্তামূলক প্রচারপত্র বিলি ও নাটিকা প্রদর্শনীর আয়োজন করেছে। 

বিভিন্ন স্থানে মহাসড়ক পুলিশ লিফলেট বিতরণসহ প্রচারণা চালাবে। সালনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সাইনবোর্ড স্থাপন করেছে। এছাড়াও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক অডিও/ভিডিও প্রচারসহ মাইকিং কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সালনা হাইওয়ে থানার মহাসড়ক এলাকা হতে ৩৫৫টি চলাচল নিষিদ্ধ ত্রি হুইলার (রিকশা ও ভ‌্যান) জব্দ করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জানান, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে গতিই একমাত্র কারণ না। গতি ছাড়াও আরও অনেক কারণ আছে। আমরা প্রতিবছর নানা প্রতিপাদ্য ঠিক করি। গতি নিয়ে সচেতন করতেই এবার এমন প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপ’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.

হাদিউজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০১৯ সালে তিন হাজার ৯৩৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মারা যায় ৪ হাজার ৩৫৮ জন, আহত হন ৭ হাজার ২৪০ জন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৮ হাজার কোটি টাকা। ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৩২ হাজার ৭৩৮ কোটি টাকা। আর চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনার ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৭৮০ কোটি টাকা।

১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে স্বামী নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। এর পর থেকে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন।

নিসচার আন্দোলনের ফল স্বরূপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওই বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে