Dr. Neem on Daraz
Victory Day

টিকার অভাব নেই, ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে : স্বাস্থ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৭:১৭ পিএম
টিকার অভাব নেই, ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ঢাকাঃ টিকার অভাব নেই জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে ইতোমধ্যে ৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আরও ২১ কোটি ডোজের অর্ডার করা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে প্রতিমাসেই আসতে থাকবে। প্রতি মাসে তিন কোটি করে টিকা আসছে।

শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক জানান, এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। আইসিটি বিভাগ সেই তালিকা তৈরি করছে। এরপরই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে