Dr. Neem
Dr. Neem Hakim

সাম্প্রদায়িক হামলা: সারাদেশে ৭১ মামলায় গ্রেফতার ৪৫০


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৯:৪৫ এএম
সাম্প্রদায়িক হামলা: সারাদেশে ৭১ মামলায় গ্রেফতার ৪৫০

ফাইল ছবি

কুমিল্লায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দুর্গাপূজা মণ্ডপে হামলার পর একই অভিযোগে দেশের বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন লাগানের জেরে ৭১ মামলায় সন্দেহভাজন হিসেবে অন্তত ৪৫০ জন গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা রুজু হয়েছে। আরো কিছু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অপরাধীদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।

আগামীনিউজ/নাসির