Dr. Neem on Daraz
Victory Day

পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৯:৩১ পিএম
পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও  র‌্যাব মহাপরিচালক

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর দুইটি সুপারনিউমারারি পদে (অবসর, অপসারণ কিংবা অন্যকোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) তাদের উন্নীত করা হলো।

২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাবের প্রধান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে নিয়োগ দেয় সরকার। এর আগে সিআইডির প্রধান ছিলেন তিনি।

আর ২০১৯ সালের সেপ্টেম্বরে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান শফিকুল ইসলাম। এর আগে বাংলাদেশ পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে