Dr. Neem on Daraz
Victory Day

লকডাউনে যা কিছু খোলা ও বন্ধ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৩:১৭ পিএম
লকডাউনে যা কিছু খোলা ও বন্ধ

ফাইল ফটো

ঢাকাঃ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে আগামী ২৩ জুলাই থেকে ফের সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এ সময়ে রাজধানীসহ সারাদেশের শপিং মল, মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের পর আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন, যা আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।

এছাড়া কঠোর লকডাউনে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। 

গত ১৩ জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।

এদিকে কঠোর লকডাউন প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে