Dr. Neem on Daraz
Victory Day

২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০২:০০ পিএম
২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ দেশের অর্থনীতির কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। এ সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধ থাকবে।

শনিবার (১৭ জুলাই) বিজিবি-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

আগেই ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। সর্বশেষ বিধিনিষেধে শিল্প-কারখানা খোলা থাকলেও এবার সেটি হচ্ছে না বলে শোনা যাচ্ছিল। এবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর নিশ্চিত খবর পাওয়া গেল।

এর আগে ১ জুলাই থেকে ১৪ জুলাই কঠোর বিধিনিষেধ পালিত হয়। এ সময় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও পরিবহন বন্ধ থাকলেও খোলা ছিল শিল্প-কারখানা।

সম্প্রতি ঈদুল আজহার কারণে ৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে বিধিনিষেধ।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে