Dr. Neem on Daraz
Victory Day

গর্ভধারণের ২০ সপ্তাহে একসঙ্গে ৫ সন্তানের জন্ম


আগামী নিউজ | ‍নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৮:৫৬ এএম
গর্ভধারণের ২০ সপ্তাহে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

ঢাকাঃ গাজীপুরের শ্রীপুরে একটি হাসপাতালে এক গৃহবধূ এক সাথে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকেরা জন্মের কিছু সময় পরই মারা গেলেও মা সুস্থ রয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার ওই হাসপাতালে পাঁচটি নবজাতকের জন্ম দেন বৃষ্টি আক্তার (২১)। বৃষ্টি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। মোশারফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী।

প্রসূতি বৃষ্টি আক্তার জানান, পাঁচ মাস (২০ সপ্তাহ) গর্ভকালীন সময়ে রবিবার রাত থেকে তার ব্যথা শুরু হয়। সোমবার সকালে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে, বিভিন্ন সময় তার আল্ট্রাসনোগ্রাম করানো হলে চিকিৎসকরা তাকে গর্ভে তিনটি বাচ্চা থাকার কথা জানিয়েছিলেন। এছাড়া গর্ভে থাকা তিনটি বাচ্চাই সুস্থ ছিলো বলেও জানানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, বেলা ১২টার দিকে ২০ সপ্তাহ (পাঁচ মাস) গর্ভকালীন সময়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বৃষ্টি আক্তার। আসার সাথে সাথে আল্ট্রাসনোগ্রাম করে গর্ভে পাঁচটি বাচ্চা থাকার কথা জানানো হয়। প্রসূতিকে হাসপাতালে নিরাপদে রাখতে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে