Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

খুলনা বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৪:১১ পিএম
খুলনা বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত

ডেস্ক রিপোর্টঃ করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে খুলনা বিভাগের ১২৬ ইউনিয়নের ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)।  তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ইসিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসে কমিশন। বৈঠকের পরে ইসির যুগ্ম সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে খুলনা বিভাগের বিভিন্ন জেলার লক ডাউন চলছে, তার পরে বন্যা, এসব কারণে সেসব অঞ্চলের জেলা প্রশাসনসহ প্রার্থী ভোট না করার আবেদনের প্রেক্ষিতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। এসব অঞ্চলের উপজেলা নির্বাচনও স্থগিত হতে পারে। তবে লক্ষীপুর-২ সহ সব সংসদীয় আসনের ভোট নির্দিষ্ট সময়ে হবে। বিকালে ইসি বৈঠকের পরে সব বিষয়ে জানান হবে।