Dr. Neem on Daraz
Victory Day

‘শেখ হাসিনা টাওয়ার হবে বিশ্বের আইকনিক টাওয়ার’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৯:৫৯ এএম
‘শেখ হাসিনা টাওয়ার হবে বিশ্বের আইকনিক টাওয়ার’

ছবি: সংগৃহীত

কক্সবাজারঃ কক্সবাজারের খুরুশখুলে 'শেখ হাসিনা টাওয়ার' নির্মিত হচ্ছে। এটি হবে বিশ্বের একটি আইকনিক টাওয়ার। এর ফলে কক্সবাজার তথা বাংলাদেশকে বিশ্ববাসী এক নামে চিনবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মন্ত্রী বলেন, "কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার কাজ চলছে।

বুধবার (৯ জুন) কক্সবাজারে হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে খরুশকুলে শেখ হাসিনা টাওয়ারসহ পর্যটন জোন নির্মাণ" শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন,বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি  ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম ভূইয়া।

কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে