Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বগুড়ায় কওমী মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০২:১৯ পিএম
বগুড়ায় কওমী মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার শাজাহানপুরে দিনে দুপুরে কওমী মাদ্রাসার শিক্ষক মোজাফফর হোসেন (৫৫)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া- নন্দীগ্রাম মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম কৃষি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মোজাফফর হোসেন বগুড়া সদরের নিশিন্দারা এলাকার একটি কওমী মাদ্রাসার অধ্যক্ষ এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

বগুড়া মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মোজাফফর হোসেনসহ তিনযাত্রী সিএনজি  অটোরিক্সা যোগে বগুড়ার দিকে আসছিলেন। পথিমধ্যে ওই স্থানে মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি পথরোধ করে তাকে গুলি করে চলে যায়। পরে তাকে সিএনজিতে করেই বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সিএনজিতে থাকা এক নারীসহ দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

আগামীনিউজ/নাহিদ