Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

এখনও আগুন জ্বলছে সুন্দরবনে


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২১, ১০:৪৮ এএম
এখনও আগুন জ্বলছে সুন্দরবনে

ঢাকাঃ নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন। মঙ্গলবার (৪ মে) সকালে আগুন নেভাতে দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনে প্রবেশ করেছে। বনবিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে যাচ্ছেন।

এর আগে সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ একর বন জুড়ে আগুন জ্বলছিল বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনের মত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার জন্য আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছে। চেষ্টা করছে ফায়ার সার্ভিসও। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।

আগামীনিউজ/জনী