Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বাসায় ফিরেছেন খালেদা জিয়া


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৭:৪৯ এএম
বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে সিটি স্ক্যান শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত । বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে খালেদা জিয়াকে বহন করা গাড়িটি বাসায় পৌঁছে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪০মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। সিটি স্ক্যান শেষে তার সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। এর পরপরই রাত ১১ পর পরই তাকে ফিরোজায় নিয়ে আসা হয়।

বিএনপির একটি সূত্র জানায়, এই বিধিনিষেধের মধ্যে খালেদা জিয়াকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে কোনো ভিড় হোক সেটা চায় না দল ও তার পরিবার। এ কারণে গোপনীয়তা বজায় রেখে তার সিটি স্ক্যান করানোর উদ্যোগ নেয়া হয়। আর এই কাজের তত্ত্বাবধানে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা।

আগামীনিউজ/নাহিদ