Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

এবার ঢাকায় হচ্ছে না কুমারী পূজা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৫:৪৫ পিএম
এবার ঢাকায় হচ্ছে  না কুমারী পূজা

ছবি সংগৃহীত

ঢাকাঃ  করোনা সংক্রমণের কারণে দুর্গাপূজার অষ্টমী তিথিতে এ বছর ঢাকায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে না। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতাও হবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে। একই সঙ্গে পূজায় থাকছে না বিজয়ায় বিসর্জনের শোভাযাত্রাও।

আজ শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ঢাকায় কোনো মণ্ডপে কুমারী পূজা উদযাপন করা হবে না। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কুমারী পূজা হতেও পারে।’

অন্যদিকে সারাদেশে পূজা উদযাপন বিষয়ে পাঠানো ২৬ দফা নির্দেশনার পাশাপাশি আরও সাত দফা নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

সেখানে বলা হয়েছে, রাত ৯টার মধ্যে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করতে হবে।

আগামীনিউজ/জেহিন