Dr. Neem on Daraz
Victory Day

নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম খুন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০২০, ১১:৫৩ এএম
নিউইয়র্কে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম খুন

ঢাকা : রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে নিজ বাসায় খুন হয়েছেন। মঙ্গলবার বিকালে স্থানীয় পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। 

নিউইয়র্ক পুলিশের ধারনা, প্রফেশনাল খুনি তাকে হত্যা করেছে।

নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, ফাহিমকে খুঁজে না পেয়ে তার বোন ৯১১ হেল্পলাইনে কল করেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে লাশ উদ্ধার করে। সেখান থেকে একটি ইলেকট্রিক করাত পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

গত বছর ম্যানহাটনের ডাউনটাউনে অ্যাপার্টমেন্ট কিনেন ফাহিম সালেহ। 

১৯৮৬ সালে জন্ম ফাহিমের। তার বাবা সালেহ উদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে। পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম। সেই সাথে নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরো দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক। সূত্র : ডেইলি বাংলাদেশ

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে