Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাস থেকে বেশি আতঙ্কের বিষয় নারী নির্যাতন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ১২:৩৯ পিএম
করোনাভাইরাস থেকে বেশি আতঙ্কের বিষয় নারী নির্যাতন

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু বলেছেন, বর্তমান সামজে নারী নির্যাতন ও ধর্ষণের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। এমনকি করোনাভাইরাস থেকেও এখন বেশি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে নারী নির্যাতন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ এবং নারীর সার্বিক নিরাপত্তা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

নাসিমুন আরা মিনু বলেন, পদ্মা সেতু উন্নয়ন নয়, নারী নিরাপত্তা নিশ্চিত হচ্ছে উন্নয়ন। এটি নিশ্চিত হলে কর্মক্ষেত্রে নারীরা আরো আবদান রাখতে পারবে। এজন্য সরকারকে নারী নির্যাতন বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানায় । 

তিনি আরো বলেন, উওরাধিকার সূত্রে নারীরা সমান অধিকার পাচ্ছে না। নারীর সমধিকার প্রতিষ্ঠার জন্য কঠোর আইনের পাশাপাশি আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। 

এসোসিয়েশন ফর ল্যাণ্ড রিফর্ম এ্যাণ্ড ডেভেলপমেন্ট'র (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কবি সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান, লেখক ও গবেষক পাবেল পার্থ প্রমুখ। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর