রাজধানীর সবুজবাগের দক্ষিণ কমলাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম সাগর আহমেদ (৩০) ও আহত খাদিয়াল হোসেন জয়কে (২০) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সবুজবাগ কমলাপুর ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় জয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগরের বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠাবে।
আগামীনিউজ/মামুন