Dr. Neem on Daraz
Victory Day

গুলিস্তানে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৬:৩৬ পিএম
গুলিস্তানে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে চালক আটক রয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে মাইসুম (অর্প) জানান, আমার বাবা সাবেক ঠিকাদার ছিলেন, আমাদের এক আত্মীয়র কাজের জন্য মতিঝিলে জান, সেখানে কাজ শেষ করে গুলিস্থান থেকে আমার আত্মীয়কে বাসে তুলে দেয়, গুলিস্থানে ভিক্টর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয় সেখান থেকে। পরে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নং ওয়ার্ডে তিনি মারা যান।

তিনি আরো জানান, আমাদের বাসা ১/এ/২ মগবাজার মীরবাগে পরিবার নিয়ে থাকি। আমরা এক ভাই এক বোনে।

আগামীনিউজ/কাজী/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে