Dr. Neem on Daraz
Victory Day

কুড়িল লেকে ৩০০ কেজি মাছ ছাড়লেন মেয়র আতিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ১২:৫৩ পিএম
কুড়িল লেকে ৩০০ কেজি মাছ ছাড়লেন মেয়র আতিক

ঢাকাঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে প্রায় ৩০০ কেজি মাছের পোনা ছেড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২২ অক্টোবর) এসব মাছ ছাড়া হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর।

মেয়র বলেন, ‘কুড়িল লেক একটি মডেল লেকে রূপান্তর করতে চাই। পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি। এছাড়া বাচ্চারা লেকের পাড় ধরে হাটতে পারে এমন একটি পরিবেশ তৈরি করবো।’

আতিকুল ইসলাম বলেন, ‘লেকের পাশে বড় সাইনবোর্ড টাঙানো হবে, এতে লেখা থাকবে এখানে কি কি মাছ আছে। মানুষ ঘুরতে এসে যেন মাছ দেখতে পান। মন খারাপ থাকলে এখানে আসবেন, ফিশিং করবেন। সব কিছু মিলে এই লেকটাকে একটি মর্ডান লেক করবো।’

তিনি বলেন, ‘ঢাকায় আরো অনেক লেক আছে কিন্তু সবগুলো দখল দূষণে ভরা। এগুলোতে আমরা ইচ্ছা করলেও মাছ চাষ করতে পারছি না। মাছের বদলে ওইসব লেকে এখন মশায় ভরা! আসুন আমরা সবাই সচেতন হয়ে ঢাকার খালগুলোর ভালো পরিবেশ ফিরিয়ে আনি। যেন আমাদের সন্তানদের একটি সুস্থ ও সুন্দর পরিবেশে দিতে পারি।’

স্থানীয় কাউন্সিলর ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ও ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে