Dr. Neem on Daraz
Victory Day

ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৩:৩৫ পিএম
ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

পুরোনো ছবি।

ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে আসেন।

সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে গেছেন বলে ডিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে গোপনে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান  জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

থানায় প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন  ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

তিনি গণমাধ্যমকে বলেন, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন। ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়। এ ছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর