Dr. Neem on Daraz
Victory Day

আগামী জাতীয় নির্বাচন না’গঞ্জের মতো সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:১৬ পিএম
আগামী জাতীয় নির্বাচন না’গঞ্জের মতো সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

ঢাকাঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নাসিক নির্বাচনের মতো সুষ্ঠু হবে।

নির্বাচন নিয়ে অনেক লেখালেখি হয়। এমন সুন্দর নির্বাচন হয়েছে, প্রচারণা থেকে নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক পত্রিকা ‘ভোরের আকাশ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও তারা ভিন্ন অবয়বে সব নির্বাচনেই অংশ নিয়েছে। সুতরাং তারা জানে, তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন কোথায়।’

সাংবাদিকদের উদ্দেশ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, কোনও জায়গায় যদি কোনও কিছুর বিচ্যুতি, অনিয়ম হয়; সেটা অবশ্যই পত্রিকায় আসবে। কিন্তু দেশটা যে এত এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে দেশে যে রকম মাতামাতি হওযার প্রয়োজন ছিল, সেরকম কিছু হয়নি। এই করোনার মধ্যে মাত্র ২০টি দেশের জিডিপি হার পজিটিভ বৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় সেটি নিয়ে তো আমাদের পত্রপত্রিকায় মতামাতি হয়নি। অনিয়ম ও ব্যত্যয় কোনও কিছু হলে সেটি যেমন আসতে হবে, জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও জানাতে হবে। এটা নৈতিক দায়িত্ব।’

ভোরের আকাশের সম্পাদক খালেদ ফারুকীর সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ বক্তা ছিলেন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে