Dr. Neem on Daraz
Victory Day

আইসিইউতে করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ০১:০৮ পিএম
আইসিইউতে  করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

ছবি; সংগৃহীত

ঢাকাঃ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেওয়া হয় তাকে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজেটিভ ছাড়াও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন তিনি।

এ কে এম আমিন উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর সকালে তার জ্বর শুরু হয়। তখন চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ওই দিনই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সিএমএইচে ভর্তি হন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে