ছবি সংগৃহীত
ঢাকা: জাতীয় জরুরি সেবার ৩৩৩ নম্বরে কল করলে বন্যার্তদের জন্য সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শনিবার (২৫ জুলাই) সচিবালয় থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ৩৩৩ নম্বরটি সব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ট্যাগ করে দিয়েছি। কোথাও যদি কেউ খাদ্য কষ্ট পান তাহলে ৩৩৩ নম্বরে যোগাযোগ করলে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ৩৩৩ কল সেন্টার জাতীয় তথ্য ও সেবা দিতে কাজ করছে, যার সার্বিক সহযোগিতায় রয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।
করোনা ভাইরাসের এ সংকটের সময়ে দেশের মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হেল্পলাইনে পরিণত হয়েছে কল সেন্টার ৩৩৩।
আগামীনিউজ/এমআর