Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

সিলেটের বন্যাদুর্গতদের জন্য চাল ও টাকা বরাদ্দ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৪:৩০ পিএম
সিলেটের বন্যাদুর্গতদের জন্য চাল ও টাকা বরাদ্দ

ফাইল ছবি

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পররাষ্ট্র্রমন্ত্রণালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি আকস্মিক বন্যায় সিলেটের সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও, হাটখোলা এবং কান্দিগাঁও ইউনিয়ন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। এছাড়া খাদিমনগর, টুকেরবাজার, খাদিমপাড়া, টুলটিকর ইউনিয়নসমূহের আংশিক প্লাবিত হয়েছে।

২৮ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বন্যাদুর্গতদের সহায়তার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে একটি চিঠি দেন। এর প্রেক্ষিতে গতকাল এ বরাদ্দ দেয়া হয়।

শীঘ্রই সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ চাল ও অর্থ বিতরণ করা হবে।

আগামীনিউজ/এসএআই/জেএফএস

Dr. Neem