Dr. Neem on Daraz
Victory Day

দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আম্পান’


আগামী নিউজ |  নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: মে ২১, ২০২০, ০৯:৩০ এএম
দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আম্পান’

ঢাকা: ঘূর্ণিঝড়‘আম্পান’ আঘাত হানার পর কিছুটা শক্তি কমেছে। আগামী ২ থেমে তিন ঘন্টা পর এটি ক্রময় দুর্বল হয়ে পরবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২০ মে) দিনগত রাত দেড়টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড় কেন্দের ৭৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার যা আরো দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আগামী নিউজ/ বাবুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে