Agaminews
Dr. Neem Hakim

এবার গাড়োয়ানদের পাশে সেবা সমন্বয়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মে ১৭, ২০২০, ০৮:১৩ পিএম
এবার গাড়োয়ানদের পাশে সেবা সমন্বয়

পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি। যান্ত্রিক শহরে যা আজ একেবারেই কোণঠাসা হয়ে আছে। করোনার দুঃসময়ে এই ঘোড়ার গাড়ির ঘোড়া আর তাদের গাড়োয়ানদের অসহায়ত্বের তীব্র জ্বালা নিয়ে দিন কাটাচ্ছিল। এবার তাদের পাশে দাঁড়িয়েছে সেবা সম্বন্বয়।

পুরনো ঢাকার ‘ঢাকাবাসী সংগঠন’-এর অনুরোধে সেবা সমন্বয় রোববার কামরাঙ্গীরচর এলাকায় মানুষ পরিবহনে নিয়োজিত ২০টি ঘোড়ার জন্য খাদ্য সহায়তা দেয়।

সংগঠনটি ২৫ কেজি বুটের ভুষি, ৩৭ কেজি গমের ভুষি এবং ৫০ জি কুড়া ভুষি উপহার হিসেবে পৌঁছে দিয়েছে। সেইসাথে ঘোড়ার গাড়ি চালনায় নিয়োজিত ১৯ পরিবারের নিকটও খাদ্য সহায়তা পৌছানো হয়েছে।

প্রতি পরিবারের জন্য, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ০.৫ কেজি ডাল, ৫০০ এমএল সয়াবিন তেল, ও ১টি মিষ্টি কুমড়া।
 
পরিবারে শিশু থাকলে শিশুপ্রতি অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম, ৫০০ গ্রাম সুজি ও ৫০০ গ্রাম চিনি।

এছাড়া পরিবারে গর্ভবতী মহিলা থাকলে অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম ও ১ ডজন কলা খাদ্য সহযোগিতা দেয়া করা হয়েছে।

আগামীনিউজ/ইমরান 


 

Dr. Neem