Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

হযরত মুজাদ্দেদ আল ফেসানী (রঃ)


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০, ০১:১৭ পিএম
হযরত মুজাদ্দেদ আল ফেসানী (রঃ)

হযরত মোজাদ্দেদ আলফেসানী (রহঃ) এর মাজার শরীফ

এরপর হযরত মুজাদ্দেদ আল ফেসানী (রঃ) সম্পর্কে কথা এলে হুজুর বললেন- " অনেক অলি ফানার স্তর অতিক্রম করতে পারেন নাই। সেই পর্যন্তই তাদের অলিত্ব। কিন্তু তিনি ফানায় স্তর অতিক্রম করে আরও অনেক অনেক দূর অগ্রসর হয়েছেন, এমনকি নবুয়তের স্তরও তাঁর ছায়ের হয়েছে, কিন্তু স্থায়িতব হয়নি। যেহেতু তিনি নবী নন, তবে তিনি দাবী করেছেন যে, তিনি কাইয়ুমাতের মাকাম হাসিল করেছেন, যা আর কোন অলি হাসিল করতে পারেন নাই। সমস্ত তরীকার নির্যাস হলো তরীকতে নকশাবন্দিয়া মজাদ্দেদিয়া।" তিনি আরো বলেন- " স্বপ্নেও আমার অনেকবার হযরত মুজাদ্দেদ আল ফেসানী (রঃ)  এর সাথে দেখা হয়েছে, বহুবার তাঁর সাথে কথা হয়েছে।"  এ বলেই হুজুর বললেন- " বাবা, তোমাকে অনেক কথা বলে ফেললাম। তুমি এগুলো কাউকে বলিও না।"