Dr. Neem on Daraz
Victory Day

একাগ্রতা, এখলাস, হাসি


আগামী নিউজ | ড.নিম হাকিম প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:৩২ এএম
একাগ্রতা, এখলাস, হাসি

প্রতীকী ছবি

১৯৮৯ সালের ১২ জুলাই, বিকাল ৬.৩০ টায় ডাঃ ফজলুল ইসলাম সাহেবের সংবাদ নিয়ে হুজুরের নিকট গেলাম। কথা হচ্ছিল একাগ্রতা সম্পর্কে। হুজুর বলেন- বাবা, " একাগ্রতা হলো আসল, একাগ্রতা অর্জন খুব কঠিন"।

সঠিক তারিখ মনে নেই। একদিন হুজুর তাঁর পীর সাহেবের উদ্ধৃতি দিয়ে বললেন- " বাবা, আমার পীর সাহেবের হাসি সমন্ধে বলেছেন, " বাবা যার সামনে মৃত্যু, যার সামনে কবর, যার সামনে মিজান, ফুলসিরাত, যার সামনে হাশর, যার সামনে দোজখের কঠিন আজাব সে হাসে কি করে!"

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে