Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

মাহফিল


আগামী নিউজ | এস এ চৌধুরী প্রকাশিত: মে ৫, ২০২০, ০৯:৩৬ পিএম
মাহফিল

৫। মাহফিল

আর একদিনের কথা। মাহফিল শেষে সবাই চলে গেলে,
আমি বসে থাকলাম। হুজুর কিছু বয়ান করার পর
বললেন- ‘যারা বুদ্ধিমান তারা মাহফিলে আগে আসে
আর সবার শেষে যায়। তুমি আগে চলে গেলে তো
একথাগুলো জানতে পারতে না। ছালাম দিয়ে বিদায়
হলাম।

সংকলনঃ ড. নিম হাকিম