Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

স্বপ্নের ভূবন


আগামী নিউজ | মিতা পোদ্দার প্রকাশিত: মে ২, ২০২২, ০৭:৫৫ পিএম
স্বপ্নের ভূবন

 

মনে পড়ে সেই পড়ন্ত বিকেল বেলা

 আকাশের লুকোচুরিতে মেঘের খেলা

  বাঁশের সেই চিকন ফাঁকে,

সূর্যের আলো জ্বলে বাঁকে বাঁকে।

  

কখনো জ্যোস্না ভরা রাতে

    আমার ব্যস্ততার ধৈর্য 

ওই আকাশে হাজার পাখির খেলা

বৃষ্টির আড়ালে সেই সবুজ পাতার মেলা।

 

প্রজাপতিগুলো আপন মনে 

   ছুটছে এদিক- ওদিক

  অভিমানের সুরে কখনো

  ঝড়ে পড়া ফুলগুলোরে দিচ্ছে ধিক।

 

প্রকৃতির কী অপরূপ লাবন্য

 ঘাসফড়িং এর ছুটোছুটিতে 

 আকাশের মন হয়ে গেলো কালো

ভারি বর্ষন শেষে আসবে কখন আলো?

 

ওই মাঠেতে হলুদের ছড়াছড়ি 

  রং এর খেলায় মাতাল মাঠে,

উপচে পড়া চাঁদের আলো 

আকাশ নামের ওই হাটে।

 

প্রকৃতির সেই উতাল হাওয়া

   হাতছানি দিয়ে ডাকে,

স্বপ্নের ভুবনেই বসত যেন

 খুঁজো  না কেউ আমাকে।

 

দক্ষিনা বাতাসে শান্তির পরশ

   তৃপ্ত আমার মন,

ফিরতে চাই বারবার

  স্বপ্নের ভূবন।