Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বেড়াতে যাবো


আগামী নিউজ | মিতা পোদ্দার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৪:৪০ পিএম
বেড়াতে যাবো

পশ্চিমে উঠেছে আজ

শাওয়াল মাসের চাঁদ,

রমজানের ঐ রোজার শেষে

ভেঙ্গেছে খুশির বাঁধ।

 

আমি ও তাই ব্যস্ত হয়েছি

নতুন কাপড় পরতে

খোশগল্পে মশগুল

 ঈদ আনন্দ করতে।

 

সেমাই, পায়েস আমিও

 খাবো তৃপ্তি ভরে,

হিন্দু বলে সরিয়ে দিওনা

 আমায় তোমরা দূরে।

 

  ফুলের বৃন্তে হিন্দু মুসলিম

      সবাই দেখ চেয়ে,

খুশি হবে তো ঈদের দিনে

   তোমরা আমায় পেয়ে।

 

আমি হব নন্দ সবার

 মন্দ করবো দূর,

আমার মাঝেই ঈদের দিনে

 বাজুক মধুর সুর।